Post AD

চন্ডীগড় বিশ্ববিদ্যালয় এ ৫০% স্কলারশিপ সুবিধা ও বিস্তারিত।




চন্ডীগড় বিশ্ববিদ্যালয় এ কেন পড়বেন?

BBC এর জরিপে World's Perfect City এবং ভারতের সবচেয়ে নিরাপদ শহর চন্ডীগড়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৫০% পর্যন্ত মেধাবৃত্তি তে উচ্চ শিক্ষা অর্জনের সাথে সাথে কাঙ্খিত Career গঠনের যাবতীয় সুবিধা। 
এছাড়াও বিশ্ববিদ্যালয়টি অনন্য বৈশিষ্ট্যসমূহ নিম্নরুপ: 
• দেশবরেণ্য শিক্ষাবিদ এবং বহুজাতিক কোম্পানীর সুপারিশ ক্রমে এই বিশ্ব বিদ্যালয়ের শিক্ষাক্রম পরিচালিত যা খুবই যুগোপযোগী। 
• শিক্ষাজীবন শেষে Microsoft, Amazon, IBM & Google সহ 457টি বহুজাতিক কোম্পানীতে চাকুরি প্রাপ্তির সুযোগ। 
• বিগত বছরগুলোতে এই বিশ্ববিদ্যালয় থেকে র্রেকড সংখ্যক ছাত্রছাত্রী চাকুরী নিয়ে বের হয়েছে। 
• বহুজাতিক কোম্পানীর সরাসরি তত্ত্বাবধানে ব্যবহারিক ক্লাস। 
• বিশ্বব্যাপী 90টি অধিক বিশ্ববিদ্যালয়ে সাথে শিক্ষা বিনিময় র্কাযক্রম। 
• WCRC এর র্যাঙ্কিয়ে ASIA'S Best & Fastest growing University" 
• টিউশন ফি তুলনামুলক অনেক কম এবং ৫০% পর্যন্ত মেধাবৃত্তি পাবার সুবিধা।
বিস্তারিত জানতে কল করুনঃ 

Rubina Sharmin 
Student Counselor 
Faith Overseas LTD

Call - 01756320752


No comments

Powered by Blogger.